আজ রোববার (৫ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি র্যাব-১৩, রংপুর পৃথক পৃথক জেলায় (রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী) ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে।
মোবাইল কোর্টের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হতে দালাল চক্রের ৪ জন ব্যক্তিকে ৭ দিন, ৩ জন ব্যক্তিকে ৩ দিন এবং লালমনিরহাট জেলা হাসপাতাল হতে দালাল চক্রের ১ জন ব্যক্তিকে ১০ দিন, ১ জন ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও কুড়িগ্রাম মেডিকেল কলেজ ও নীলফামারী বিআরটি অফিসের দালাল চক্রের ০৬ জন ব্যক্তিকে ৩,০০০/- টাকা জরিমান করেন।
একই সাথে সকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর এশটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন ধাপ রগুনাথগঞ্জ গ্রামস্থ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৭ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ রুনা বেগম(২৪), মোছাঃ জেসমিন আক্তার (২৭), গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ কতৃক প্রেরিত মেইলে তথ্য নিশ্চিত করেছেন।