রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা হাবিপ্রবি’র ২ শিক্ষার্থী হত্যার দশ বছর আজ যেখানে নামাজের কাতারে থাকেন শুধুমাত্র শিক্ষার্থীরাই, পড়া হয় জুম্মার নামাজও রূপাতলী এনায়েতুর রহমান কমপ্লেক্সে  দুই পক্ষের দ্বন্দ্ব অবসান

মৌসুমের শেষে জমে উঠেছে পেয়ারার হাট

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৯৫ বার

পেয়ারাকে কেন্দ্রকরে মৌসুমের শেষ সময়ে ঝালকাঠির ভিমরুলীতে জমে উঠেছে ভাসমান হাট। প্রতিবছর আষাঢ় থেকে শ্রাবন এই দু’মাস পাইকার ও পর্যটকদের পদচারনায় মুখর থাকে এখানকার খাল বিল ও বাজার। এবার মৌসুমের শুরুতে দেশব্যাপী লগডাউন থাকায় অনেকটা নিরবেই কেটেছে দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ভাসমান হাটটি। বর্তমানে পেয়ারার মৌসুম শেষ হতে চললেও লগডাউন না থাকায় বেশ জমজমাট হয়ে উঠেছে ভিমরুলীর ভাসমান হাট এলাকা।

 

 

সেইসাথে বেড়েছে বিকিকিনি। ভাসমান হাট দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটক আসছেন ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা ইউনিয়নের ভিমরুলী গ্রামে। করোনার প্রভাবে গত দু’বছর ধরে সংকটে থাকা অসংখ্য পেয়ারা চাষী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা এ মৌসুমের শেষ মুহুর্তে কিছুটা লাভের মুখ দেখছেন।

 

বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি এই তিন জেলার সীমান্ত ঘেঁষে ২৪ হাজার একর জমিতে পেয়ারার ফলন হয়েছে এবার। লগডাউন উঠে যাওয়ায় দাম বেড়েছে এখানকার দেশীয় পেয়ারার। দেশের দক্ষিন পশ্চিম এলাকা ছাড়াও প্রতিদিন রাজধানীতেও যাচ্ছে এখানকার পেয়ারা। চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা এনে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করেন।

 

বর্তমানে পেয়ারার মণপ্রতি ৪শ থেকে ৭শ টাকায় বিক্রি করা হচ্ছে। বাগান মালিক দীনেশ হালদার বলেন, এবার মৌসুম জুড়ে লগগাউন থাকতেপারে ভেবে আগেই কম দামে বাগান বিক্রি করে দিয়েছিলাম। শেষ সময়ে এসে দাম বেড়ে যাবে তা আগে ভাবিনি। পেয়ারা চাষি নিরঞ্জন দাস বলেন, আচুক্কা গইয়ার দাম বাইররা গেছে মোরা এফিরগো ইটটু লাবের মুখ দেখমু। ক্ষুদ্র উদ্দোগতা জসিম উদ্দিন বলেন, পাইকার যেদিন বেশি আসে সেদিন পেয়োরা দাম মণ প্রতি ৮শ টাকায় উঠে যায়।

 

 

আবার যেদিন পাইকার কম আসে সেদিন পেয়ারার দাম কমে মণ প্রতি ৩শ টাকায় নেমে আসে। পটুয়াখালীর কলাপাড়া থেকে আসা পাইকার মো. জবেদ মিয়া বলেন, আজ শনিবার পাইকার কম এসেছে তাই মণপ্রতি সারে ৩শ টাকা দরে ১৩০ মণ পেয়ারা কিনেছি, যা গত সপ্তাহে ৬শ টাকা দর ছিলো। ফরিদপুর থেকে আসা ক্রেতা মিন্টু সৈয়াল বলেন, প্রতি বছর ভাদ্র মাসে এখানকার মোকাম বন্ধ হয়ে যায় এবার লগডাউন থাকায় মৌসুমের শুরুতে এখানে পেয়ারার দাম ছিলো অনেক কম কিন্তু পরিবহন খরচ বেশি ছিলো, খুচরা বাজারে কেনা-বেচাও কম ছিলো।

 

তাই খুচরা বাজারে আমদামী ছিলোনা বললেই চলে। এখানকার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বলেন, কির্তিপাশার ১৫টি গ্রামের বাসিন্দারা শতবছর ধরে বংশানুক্রমে পেয়ারা চাষ করে আসছেন। বর্তমানে এখানকার প্রায় ১২ হাজার মানুষ এই পেশার সাথে যুক্ত। ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, চলতি বছর শুধু ঝালকাঠিতেই ৮শ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে।

 

কির্তিপাশার বিল অঞ্চলের কৃষকরা কান্দি বা সজ্জন পদ্ধতিতে দেশী পেয়ারার চাষ করে আসছেন। তিনি আরো জানান কৃষি বিভাগের পক্ষ থেকে সবজী ও ফল ন্যয্যমুলে বিক্রি করতে ‘সদায়’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com