আবু সাঈদ (১৫) নামে একটি ছেলে গত ১৯/২/২০২৪ তারিখ সোমবার বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকা যাওয়ার পথে হারিয়ে গিয়েছে।
তার পিতা বেল্লাল হাওলাদার গ্রাম সিয়ালী পোস্ট অফিস খলিশা খালি থানা পটুয়াখালী সদর। বাসা থেকে বের হবার সময় তার পরনে ছিল খয়েরি শার্ট এবং জিন্স প্যান্ট তার উচ্চতা ৪ ফুট গায়ের রং কালো।
বাসা থেকে অভিমান করে বের হয়েছিল। পারিবারিক সুত্রে জানা যায় ছেলেটি হতাশাগ্রস্থ। ছেলেটির জন্য তার পরিবার পাগলপ্রায় অবস্থা। ফোন: 01959-350992, 01704-399599