বরিশালের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ভাতিজার শাবলের আঘাতে চাচা সুলতান হোসেন খান (৪৫) নিহত হয়েছেন। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের।
নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ঘটনার ২১ দিন পর শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন খান মৃত্যুবরণ করেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় পূর্বের দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। পূর্বের মামলায় নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পূর্বের মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জেরধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান খান ও তার ছোটভাই সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে শাহজাহানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেন। ওই রাতেই আহত সুলতান খানকে প্রথমে বানারীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদি হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম, মারুফা বেগম, বোনজামাতা মোশারফ হোসেন ও শাহ আলমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ওইদিনই (৬ এপ্রিল) অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।