সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩ বার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভাষানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

জানা যায়, আগুনে ওই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত জামায়াতের আমির স্থানীয় মাদবর মোহাম্মদ রেজাউল করিম মহিলা দাখিল মাদরাসার সহকারী সুপার পদে কর্মরত রয়েছেন।

ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান বলেন, ‘ঘটনার দিন রাতে স্ত্রী-সন্তান নিয়ে আমি প্রতিদিনের মতো রাত ১০টার সময় ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আমার ঘুম ভাঙে। তাৎক্ষণিক ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার এবং চাচাতো ভাই সিরাজুল হকের দুটি ঘর পুড়ে যায়।’

তিনি বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুনে চাচাতো ভাইয়ের ঘরটি সম্পূর্ণ পুড়লেও আমার ঘরের চালা পুড়ে গেছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আগের দিন আমাদের দলের দাঁড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বারের পোস্টার ও ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সে ঘটনায় রোববার (৯ নভেম্বর) আমরা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করার দিনক্ষণ ঠিক করি। এর জের ধরেই আমার বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।’

মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শহীদুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। এসব অপরাধকে প্রশ্রয় দেয়া যায় না। আমি ঘটনার নিন্দা জানাই।

এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com