বরিশালে রান্না করা খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বিক্রি করার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিনের অভিযানে বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র উপস্থিত ছিলেন।
ফাইভ এস গার্ডেন রেস্তোরাঁর মালিক হাফিজ খলিফা জানান, তাদের রেস্তোরাঁর কর্মচারীরা অজ্ঞতাবশত এই ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন ভুল আর হবে না।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব জানান, খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে তা বিক্রি করা হচ্ছিল। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এবং তাই প্রথমবারের মতো সতর্কতা হিসেবে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।