শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

বরিশালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ২৫

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১২১ বার

বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র খোকন আব্দুল্লাহ টুংগীপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বসে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে।

এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। সবাই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

আহতরা বলেন আজ শনিবার (৮ জুলাই) সকালে সদ্য নির্বাচিত বিসিসির মেয়র খোকন আব্দুল্লাহর সাথে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি স্থলে বসে আহতদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

ওই ঘটনার জেরে টুংগীপাড়া থেকে ফেরার পথে কাশিপুর এলাকায় পৌঁছালে নিজেদের মধ্যে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে হামলার সৃষ্টি হয়।

এ সময় সফরত বাস ভাঙচুর এবং ভূ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২৫ থেকে ৩০ জনের মত আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক বলেন আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে সকলেই স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com