ববি ভিসির অপসারনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে তারা। পাশাপাশি নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় কার্যালয় থেকে বেরিয়ে যান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা।
এর আগে গতকাল ৫ মে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচির আলোকে ভিসির পদত্যাগের দাবিতে ১ দফা ঘোষণা করে।সাংবাদিকদের সামনে ১ দফা উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ।
শিক্ষার্থীরা জানান আমাদের এক দফা দাবি সম্মানের সাথে মেনে না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।এতে ঢাকা পটুয়াখালী মহাসড়কে জনদূর্ভোগ হলে এর দায় উপাচার্য ড.শুচিতা শরমিনকে নিতে হবে বলেও জানান তারা।