

১৩ নভেম্বরের আওয়ামীলীগের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগরীতে মহড়া দিয়েছে বরিশাল মেট্রপলিটন পুলিশ। সোমবার ও মঙ্গলবার রাতে নগরীর কোতয়ালী মডেল থানা চত্তর থেকে মটরসাইকেল মহড়া শুরু করে বিএমপি পুলিশ।
পুলিশের সাজোয়া গাড়ি ও মটর সাইকেল নিয়ে এ মহড়া চালানো হয়। শুধু নগরীতেই নয়, বরিশাল জেলার আইনসৃংখলা রক্ষায় ওি যে কোন নাশকতা প্রতিহত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। পুলিশের এমন তৎপরতায় অনেকটা স্বস্তি ফিরে পাচ্ছে সাধারন মানুষ।
বরিশাল মেট্রপলিটন পুলিশ সূত্র জানায়, আগামী ১৩ নভেম্বর আওয়ামীলীগের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল নগরীতে পুলিশী তৎপরতা শুরু করা হয়েছে। বিশিষ করে বরিশাল নগরীর ৪ টি থানা এলাকায় পুলিশকে শতর্ক অবস্থায় রাখা হয়েছে। বরিশাল গরীর গুরুত্বপূর্ন কাশিপুর, নথুল্লাবাদ, রুপাতলী, জেলখানা মোড় ও লঞ্চঘাট এলাকাসহ গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে তল্লাসি চালানো হচ্ছে।
এসব এলাকায় ডিবি পুলিশের বিশেষ টিম কাজ করছে।
এছাড়া সিটিএসবি পুলিশ নগরীতে তাদের গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। পুলিশ সূত্র আরো জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ও তালিকাভূক্ত সন্ত্রাসীদের কুজে বের করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এছাড়া পুরো নগরী এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রনে আছে।
এদিকে শুধু বরিশাল নগরীই নয়, বরিশাল জেলার ৯ টি থানায় শতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। রাতে এসব এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।
এছাড়া নাশকতা পরিকল্পনা কারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরিশাল জেলা পুলিশ সুপার মো : শরিফ উদ্দীন। তিনি জানান, যে কোন নাশকতা রোধে জেলা জুড়ে পুলিশ তৎপর রয়েছে।
এ বিষয়ে বলিশাল মেট্রপলিটন পুলিশ কমিশনার মো : শফিকুল ইসলাম বলেন, বরিশাল নগরীর আইন সৃংখলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, যে কোন নাশকতা রোধে আগাম শতর্কতা অবলম্বন করা হয়েছে। নগরীতে সিটিএসবি ও ডিবি পুলিশ তাদের গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। এছাড়া গত দু দিন ধরে নগরীতে পুলিশী মহড়া চালানো হচ্ছে। সব মিলিয়ে বরিশাল নগরীকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে।